মান্নারগাঁও ইউনিয়নের একমাত্র দর্শনীয় স্থানটি হলো পান্ডার খাল বাঁধ : পান্ডারখাল বাধটি অত্র ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চন্ডীপুর সংলগ্ন শ্যামবাজারে অবস্থিত। উক্ত বাধেঁর ২ দিকে মনোরম দৃষ্টি নন্দনীয় গাছ আছে। তৎথকালী পেসিডেন্ট জেনারেল এরশাদ আমলে খালের উপর বাঁধ দিয়ে সুরমা নদী থেকে পৃথক করা হয়। খালের উপর বাঁধ দিয়ে সমস্ত ডেকার হাওড়ের বোরো ফসলকে রক্ষা করা হয়। উক্ত খালটি সুরমা নদী থেকেও প্রস্তত। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস